"আঠারোর বীর"
মুহাম্মদ মিরাজ উদ্দিন
গৃহহীন ঘরে জন্ম নিয়েছে যে
অস্তিত্ব রক্ষায় বীর দর্পে লড়ে যায় সে,
প্রতিকূলতার থাবায় হয়না কাবু যে
অসীম সাহসিকতায় জীবনকে জয় করে সে ||
আঠারো তে গায়ে লাগে যুবকের তকমা,
মৃত্যুর কোলে ও নিতে হয় ব্যর্থতার উপমা ||
জীবন জয়ের নেশায় লক্ষ যন্ত্রণায় কেটে যায় বেলা,
সর্ব মানব পার করে এই কঠিন কুদরতের খেলা||
মানব নিজ রুপে ফিরে যায় অপরের বেলায়
আপন ব্যর্থতায় মুখ লুকিয়ে থাকে একলায় ||
যুবক আদতে গৃহহীন, অসীম সাহসের সৈনিক,
প্রতিকূল মুহূর্তে আঠারোর যুবক হয়ে উঠে কঠিন ধ্বংসাত্মক নাবিক ||