"রূপসী নারী "
মুহাম্মদ মিরাজ উদ্দিন

প্রথম ও যৌবনে
তোমার-ই সঙ্গোপনে
বেসেছি তোমায় ভালো ||

তুমি ত আমার-ই শ্রেয়সী 
তোমারি ভালোবাসায়
হয়েছি মুগ্ধ আমি ওগো প্রিয়সী ||

আজি কৃষ্ণচূড়া রঙ্গে রঙিন তুমি
তোমার রূপের-ই আগুনে পাগল আমি ||

আমায় নিয়ে যাও তোমার স্বপ্নের পৃথিবীতে
কৃষ্ণচূড়ার রঙে রাঙিয়ে,
ভরিয়ে দাও তোমার ভালোবাসাতে ||

ওহে রমণী, রূপসী নারী!!
তোমার স্পর্শে আমি নিজেকে অন্যভাবে আবিষ্কার করি||