"নিন্দুকের চোখ"
মুহাম্মদ মিরাজ উদ্দিন



ঘৃণা বড় খারাপ গুণ জানে সকল মানব
তবুও করে বেড়ায় তারা একি আজব?
মানব কূল জটিল বটে দেখায় কুটিলতা
করিয়া ঘৃণা অপরকে, ভাব নেয় দেখিয়েছে উদারতা ||

সফলতা, অর্জনে বলী দিতে হয় অজানা কষ্টের হাজার রাত
তা দেখে নিন্দুক নিন্দা করিয়া পায় আনন্দ, এই কোন জাত???
জাতের বিভেদে হয় রক্তক্ষরন, দেখিতে পাই আত্ম সম্প্রদায়
লজ্জায় নিচু হয় মাথা, আমার বীর্যে জন্ম নিয়েছে এই কোন মুনাফায় ||

ঘৃণা করিয়া মানব গোষ্ঠী লুটে ফেলে আত্ম সম্ভ্রম
স্বজাত ভুলিয়া হতে চায় তাহাদের সম
যদি হতে চাও তাহাদের সমান
ঘৃণা নয় ভালোবাস, পাবে আত্মসম্মান ||