জীবনের সংজ্ঞা
"মুহাম্মদ মিরাজ উদ্দিন "
দেখো নতুন দিনের আগমনে রক্তিম সূর্য উঠেছে হেসে,
তিমির আসবে বলে ম্লান হয়ে দুলে পড়ছে পশ্চিম পাশে!!
জীবন তেমনি করিয়া ছুটে চলেছে নিজের মত করে,
আশার আলো নিভিয়ে জীবনের নিয়মে জীবন যায় চলে ||
শৈশবের অতৃপ্তিতে কৈশোরে পদার্পণ ,
জীবনের তাগিদে আসে যৌবনের আগমন ||
সুখ-দুঃখের সংমিশ্রণে কেটে যায় বেলা
টের পাইতে ঢের লাগে পুরে যায় সময়ের খেলা!!
চক্ষু মেলিলে দেখিতে পাই হাজারো স্মৃতির মেলা,
জীবন গেলেও পাবো না বাল্যকালের হেলায় কাটানো বেলা ||
এমনি করিয়া সময় যায় চলে,
যেমন করিয়া সূর্য ছুটে চলে পশ্চিমের কোলে ||
তাই, সময়ে জীবনের প্রদীপ জ্বেলে জীবনকে করো প্রষ্ফুটিত,
যাতে জীবন হয় সূর্যের কিরণের মত আলোকিত ||