তন্ত্র সাধক
মুহাম্মদ মিরাজ উদ্দিন


শিরা উপশিরায় গেঁথে গেছে তন্ত্র মন্ত্রের সুর
রক্তের সঞ্চালনে কেঁপে উঠে দেহ হয় নিস্তব্ধ নিথর
এই কবজ আসেনি দিনে, লেগেছে সহস্রাব্দ
তন্ত্রসাধকের ছোঁয়ায় ফিরে পাই হুঁশ!!একি কঠিন জব্দ!!

আত্মার টানে ফিরে প্রাণ, নয়নের টানে আসে জল
তন্ত্র সাধকের ছোঁয়ায় লেগে জীবন আমৃত্যু সফল ||
প্রাণ ফিরাইবার লাগি গাইতেছে গান ছেড়ে দিয়ে বাদ্য
তান্ত্রিক আজ বনে গিয়েছে সফল, কবি আজ তার বাধ্য ||