বহুরূপী ২.০
মুহাম্মদ মিরাজ উদ্দিন

কত না রুপে রূপায়িত তুমি হে জন্মভূমি
নিরব নিস্তব্ধে সাজিয়েছো আমাদের তুমি
হাজারো ও অনুযোগে থাকো দৃঢ় অবিচল
আগলে রাখো অসময়ে, তুমি বড় নিশ্চল ||

বিপদে সাজো ঢাল, অন্যায়ে তুমি জমদূত
বৃষ্টিতে তুমি রূপবতী, প্রেমিকা আল বদ
চির সবুজ মাঠ বাংলার ধু ধু প্রান্তর
অসীম গুণে গুণান্বিত তুমিই ত মোহর
আগলে রাখো অসময়ে,তুমি বড় নিশ্চল||

তুমিই প্রথম প্রেম, তুমিই ত সর্বশেষ
আমরা সবি বিপদে আগলে রাখবো বেশ ||