নতুন সূর্য
মুহাম্মদ মিরাজ উদ্দিন
শত জীবন আজ বিধ্বস্ত
শত মন আজ করুন বিষন্ন
রক্তিম সূর্য তাই হয়েছে ধূসর
আমাদের দূর হোক বৈষম্য
এই জাতি হোক পরম ধন্য ||
আজও হোলি খেলি রক্তে
চিন্তায় আনো তুমি সৌন্দর্য
মনের সাথে করো এই চুক্তি
মানুষ হইবো মানুষ তখন
পৃথিবী বাসী জানাবে ভক্তি |||
আমি কেন আমরা নই???
জনতা আজ এক হয়েছে দেশটা কি স্বাধীন নই????
আজ হয়ে গেছি আমরা বীর
জীবন দিয়ে নতুন সূর্য দেখেছি, এই ধারা থাকবে কি ফের ||