স্মৃতির তাড়না
মুহাম্মদ মিরাজ উদ্দিন
সন্ধেবেলা বসে খুঁজি নিজের তাজা প্রাণ
হারিয়ে ফেলে শৈশব-কৈশোর হয়েছি ম্লান
মুয়াজ্জিনের ধ্বনিতে ভাসে সকল স্মৃতির ধ্যান
বহুদিন পরে জলে ভিজিয়েছি মনেরও নয়ন ||
সাঁজে শুনে আজানের ধ্বনি, মাঠ ছাড়তাম দৌড়ে
নয়নের জলে স্মৃতির-পাতা তাইতো গেছে ভিজে
আজ বহুদূরে বসে স্মৃতির পাতার অজোর টানে
সময় গিয়েছে চলে, এত স্মৃতির রোমন্থনের চলে ||
দুএক লাইনে করবো বর্ণন, তাতে হবেনা শেষ
মায়ের ভয়ে জড়োসড়ো আমি তাই নেই আপোষ ||