"আমি তাদের এখনও খুঁজে বেড়াই"
মুহাম্মদ মিরাজ উদ্দিন


আমি তাদের এখনও খুঁজে বেড়াই
যারা যান্ত্রিক যুগে ও চিঠি লিখে পাঠায়
নিয়ম করে সকালবেলা পত্রিকার মলাটে হাতায়
আমি চিনি তাদের, তারা প্রাণবন্ত, বেঁচে থাকে সজীবতায় ||

আমি তাদের এখনও খুঁজে বেড়াই
যারা চৈত্রের খাড়া রোদে হেঁটে বেড়ায়
আষাঢ়ে ঝুম বর্ষায় নিজেকে ছাড়ায়
বসন্ত আসলেই ফুলের রাজ্যে ফিরে যেতে চায়
আমি চিনি তাদের, তারা উদ্যোমী, কৈশোর কেটেছে অবলীলায় ||

আমি তাদের এখনও খুঁজে বেড়াই
যারা প্রেমের মাঝে স্বর্গ খুঁজে পায়
যাদের প্রেমপত্রের খাম থাকে বৈশাখের ২১ লেখায়
আমি চিনি তাদের, তারা স্নিগ্ধ, হারিয়ে যায় তাদের ভালোবাসায় ||