"আমি বসন্ত কাননের খুনি"
মুহাম্মদ মিরাজ উদ্দিন

মহা প্রলয়ের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাক আমার মন
আমি মানুষ নই, পশুর চেয়ে অধম!  আছে কি বেঁচে থাকার কোনো কারণ??

প্রকাশ্যে সাক্ষ্য দিবে শিরা উপশিরা পঁচে যাওয়া রক্তের নালী, সে তো স্বয়ং শয়তান,
সদ্য ফুটে উঠা বসন্ত কাননের কুড়ি, আমার নোংরা ছোঁয়ায় দিতে হয় যার প্রাণ,
তা মেনে নিয়ে বসে থাকি! সভ্য জাতি কি আমি??খুঁজে বেড়াচ্ছি দিগ্বিদিক তার প্রমাণ!!

ধিক্কার আসে আমার পঁচে যাওয়া বিবেকের প্রতি
যেথায়  মবে পেয়ে থাকে পৈশাচিক প্রশান্তি ||
আমি  আজ অশ্রুসিক্ত, হৃদয়ে তাই রক্তক্ষরণ
না জন্মলেই বাঁচি যেন বসন্তের লকলকে বেড়ে উঠা মাধবী লতার কানন ||