"আবছায়া"
মুহাম্মদ মিরাজ উদ্দিন
রঙচটা সকাল আর বিদঘুটে বিকাল
তোমার অস্তিত্বে বিশ্বাসেই আমার কাল
মাঝের সময়ে তুমি বদলিয়েছো রঙ
আমি মহা বেকুব ভেবেছি এটা তোমার ঢং ||
নিজকে রাঙিয়ে ছাড়িয়ে গেছো বহুদূর
নাগাল পাবোনা জেনেও আমি খুঁজছি সমুদ্দুর
মাঝপথে খেয়েছি হোঁচট তবুও যায়নি দমে
অবশেষে তোমাকে পেয়েও ফেরাতে পারিনি কোনোক্রমে ||
ছিলাম অন্ধকারে, কবিতায় বলেছি মিথ্যে
আদতে সব রঙ ধূসর বটে আমি বর্ণন করেছি স্বার্থে ||