"ভুল করে ফুল হওয়া"
মুহাম্মদ মিরাজ উদ্দিন



আমার দুচোখ হয়েছে জনম কালো
তোমায় স্মরণের চেয়ে মরণ ভালো
আমি ভেবেই করি জীবন পার
জানি তবুও তোমায় পাবো না আর  ||

আমার হৃদয় ভেঙে হয়েছে শূন্য
পৃথিবী জুড়েই তুমি একাই অভিন্ন
তোমার তুলনা তুমিই প্রিয় অনন্য
আমি ভেবে নিতাম তুমি নিতান্ত আমার জন্য ||

ভুল করে ভেবেছিলাম ভেবেছো আমায় ফুল
আমি মানুষ বলে হয়েছি সস্তা এটাই আমার ভুল ||