"দুর্নীতিবিদ দের ভক্তি "
মুহাম্মদ মিরাজ উদ্দিন
কোথা হতে শুরু আর কোথা গিয়ে শেষ,
আমাদের গড়ার কথা ছিল একসাথে সোনার বাংলাদেশ ||
পথিমধ্যে তাদের সাথে হয়েছিল দেখা
সোনার বাংলা গড়ার কথা বলে যারা দিয়েছিলো ধোঁকা ||
অনুজীব, যেমন করিয়া যায় না দেখা
আমি বলিতেছি ধোঁকাবাজ দুর্নীতিবাজদের কথা,
এইতো ছিলো বড় দাদার আমলের কথা
এত অল্পতে ও পড়ে যেতো হায়ঃ হায়ঃ ছিঃ ছিঃ কি পাথা||
সময় হয়েছে অনেক, কেটে গেছে হাজার বেলা
এখন চক্ষু মেলিলে দেখিতে পাই দুর্নিতীবাজদের খেলা||
আধুনিকতার ছোঁয়া লেগে বেড়েছে বিপদ,
গর্দভ মানুষেরা এখন তাদের নাম দিয়েছে দুর্নীতিবীদ প্রিয়জন||
নরমালাইজের যুগে আমরা মেনে নিতেছি সব,
বুঝিতেছি না কত বড় বিশ্বাসঘাতক রাজাকার, আলবদরের চেয়ে ও আমরা জঘন্য নীচ সব ||
কথা ছিলো গড়বো মোরা দেশ
লক্ষ শহীদের রক্তে কেনা সোনার বাংলাদেশ ||
ব্যর্থ মোরা, করিতে পারিনি রক্ষা,
স্বপ্ন! একদিন এই হায়েনারা দূর হবে
চাহিবে তাদের প্রাণ ভিক্ষা
এটাই তাদের সর্বশেষ দীক্ষা ||