নেয়ামত
মুহাম্মদ মিরাজ উদ্দিন
আজি চক্ষু বন্ধ রাখিয়া ভাবো হে মানব
জীবনের অংক মিললো নাকি ক্ষয়েছো হিসেব
সত্তর কিংবা আশি এইতো তোমার সময়
কেনো নষ্ট করো তা অন্যের মিথ্যে বলয়
নিজ স্বার্থে ব্যয়িত হোক তোমার সময়
আজি চক্ষু বন্ধ রাখিয়া ভাবো হে মানব ||
কত নেয়ামত খোদা দিয়েছে আমাদের তরে
তবুও মানব নষ্ট করে জীবন আক্ষেপের সুরে
নিশ্বাসে থেকে বিশ্বাসে আসো সময়ে পরিক্রমায়
আক্ষেপ বড় শত্রু,করো শয়তানের কুমন্ত্রণায়
বলতে শিখো আলহামদুলিল্লাহ প্রতি ঘটনায় ||