"শোষণের চুক্তি"
মুহাম্মদ মিরাজ উদ্দিন


তারা ও কি মিছিলে দিয়েছিলো আত্মবিসর্জন, চেয়েছিলো মুক্তি??
ক্ষত শুকানোর আগেই শকুনেরা আবার এক হয়ে শোষণের জন্য করিতেছে চুক্তি ||

আমাদের আজ যারা বেঁচে নেই,তাদের আত্মত্যাগে আমরা সত্যি পেয়েছি কি মুক্তি??
সিস্টেমের যাঁতাকলে পড়ে ক্ষয়েছে সমাজ,চুপসে থেকে করে যাচ্ছি তাই ভক্তি ||

মনুষ্যত্বে জং ধরেছে, স্মৃতিতে তাই দ্বৈত জ্ঞান
পাপাচারে চুপ থেকে মাতৃভূমির খেলো প্রাণ
ব্যক্তি স্বার্থে দিশেহারা, জন স্বার্থের তাই বলিদান
মানুষ হয়েও অমানুষ, শকুনের কবেই বা হবে সড়াজ্ঞান?

আত্মশুদ্ধি আসে যেনো প্রতিটি প্রাণে, ফিরে যেনো দেশপ্রেম
বাঙালি হয়ে হবো গর্বিত, চারদিকে উঠবে আবার জয়ধ্বনির ঢাম ||