"শব্দের বিস্ফোরণ"
মুহাম্মদ মিরাজ উদ্দিন


শব্দের ব্যবহার বড়ই অদ্ভুত আনন্দদায়ক
হাতের কম্পনে হয় হৃদয়ে রক্তক্ষরণ,
তবুও মিথ্যে বের করতে আমি অপারগ ||

হোক না মহাপ্রলয় নয়তো বা তৃতীয় বিশ্ব যুদ্ধ
রক্তের শেষ বিন্দুতে লড়ে যাবো যদি ও হই অবরুদ্ধ
কলমের কালি ফুরিয়ে যাবে তবুও আমি অবিচল
রক্তের শেষ ফোঁটা রুপ নিবে বুলেটে,যদিও পায়ে থাকে শিকল ||

মহাকালের কবি নজরুল লিখে গিয়েছেন সত্য সকল কারণ
তাঁর রক্তে ছিল প্রতিশোধ,শোষণকারী তাইতো দিয়েছে কারা বরণ
অবাক আমি,চোখে বড় বিস্ময় তারা শোষকের চেটে দেয় পা কি জঘন্য আচরণ
মাতৃভূমির শত্রুকে রেখেছে তুলে মাথায়,ছি!! চোখে নেই লজ্জার বিন্দুমাত্র আবরণ||

আমি শপথে বলি, যদিও হই শোষকের বলী
থেমে থাকবে না আমার কলমের কালি
লিখে যাবো চিরকালের সদা সত্য বাণী ||