নিস্তেজ বনান্তে প্রবাহিত রূপালী বন্যা
কাঁচ মাটির সাথে সহবাসে লিপ্ত,
ঘন ঘন শীৎকার বাতাসে
আগুনের অস্ত্র বিবর্ণ
যদিও রাত পাখির কোন অন্ধ মুনিষ
পাহারার ডানা মেলে সচল।
দিবা-রাত্রির সংমিশ্রণে এখন তপ্ত মিলন,
নিষেক মানে না মানা-
ঘুন ধরা চৌকাঠে সত্যের মত দাঁড়িয়ে
অচল কোন প্রজাপতি
শব্দের সাথে ব্যবধানে
প্রবাহিত জলস্রোতে ভেসে যায়।
রূপালী বন্যা জ্যোৎস্নার ফসল
ঘর থেকে বাইরে আজ সে অগ্রনী নটী।।