কি ক্লান্তিহীন বারিধারা,
বিদঘুটে অন্ধকার চারিদিক,
দূরে-দাড়িয়ে আছে নিয়ন আলোর লেমপোস্ট।
কোন এক পথিক,
মেঘ বিদ্যুতের খেলায় মগ্ন
উন্মাদের মত হারিয়ে যায় সে-এ সৌন্দর্যে।
এখানেই ভালোবাসার জন্ম-মৃত্যু হয়,
গোপন কথোপকথনে উন্মোচিত হয় রহস্য,
শত-শত মানব- মানবীর পায়ের ছাপ
ধুয়ে মুছে যায়- সাথে ভালোবাসাও।
এখানেই নীল গোলাপের পাপড়িগুলো ঝরে যায়
কোন উদ্বাস্তু তরুণের ভুলে।
গভীর থেকে গভীর হয় রাত ও বৃষ্টি,
গভীর ঘুমে আচ্ছন্ন হয় এ শহর।
একটু পরেই মিলন হবে শত পাপ- তাপ,
বিদঘুটে চাওয়া-পাওয়ার,
ও মাতাল হবে অর্থহীন স্বপ্নে;
আর বিলীন হবে ভালোবাসা-নীল গোলাপে।।।।।।।।