খুব ইচ্ছে করে,কেঁদে উঠি আমি
মুখ লুকোই তোমার বুকে
নিরন্তর সুখের আশায়।

আবার বৃষ্টিস্নাত পথিকের বেশে
তোমার সম্মুখে কাঁপা সুরে বলে উঠি
ভালবাসি,ভালবাসি,ভালবাসি প্রিয়।

শীত কিংবা বসন্তের নীরব পথে
খুজে চলা সুখ আর কোকিলের সুর
বারন করিনি চোখ দেখিতে তোমার রুপ।

শরৎচন্দ্রে কিংবা অন্ধকারে ঝিঝি পোকার আলোয়
কখনো তোমার সম্মুখে লুকায়নি
তোমার নিষ্পাপ মূর্তির আরাধনা।

আজ কাব্য চরনেও সুখ নেই
বনলতা কিংবা বলাকা
কোথাও কেউ নেই।

স্বপ্ন আর বাস্তবতার ফারাক আমি মানিনা
তাই কাঠ গোলাপ হাতে,অপেক্ষায়
গুজে দেব তোমার কৃষ্ঞ এলোকেশে।

যদি খুব বেশি হয়ে থাকে ভুল
তবে জীবনের মধ্য অন্ত্যমিল
অশ্রু হয়ে ঝড়বে, ঝড়ুক!