আমাদের ঠিক দেখা হবে
এক শতাব্দী পর!
এই যে দূর্দশা, পরাজয়, গ্লানি
তখন কিছুই থাকবে না!
মোটা ফ্রেমের গ্লাস,
বাজ পরা চামড়া,
জঙধরা লাঠি,
ম্লান হয়ে আসা হাসি
সাক্ষী দিবে
পরাজয়ের, গ্লানির, দূর্দশার।
ঠিক দেখা হবে তোমার
এক শতাব্দী পর
এক বিজিত প্রেমিকের সাথে!
ধূমায়িত চা,
শহুরে বৃষ্টি,
কোলাহল, বাস,
এসবের পিছনে আমরা
তখন ছুটে বেড়াবো না!
নীল শাড়ী,
চুড়ি,
কাজল,
এসব আমরা তখন ভুলে যাবো!
চোখের সামনে হেলে থাকা চুল,
পাঞ্জাবি,
মনে থাকবে না নিশ্চয়!
আমাদের ঠিক দেখা হবে
এক শতাব্দী পর!
কতটুকু জয়ী হয়েছি আমরা
অন্ততপক্ষে এটা জানার জন্য হলেও
আমাদের ঠিক দেখা হবে।।