ভোরের কুয়াশার চিকচিক করা আমার স্বপ্নগুলো
পরিশ্রমের মধ্যে দিয়ে তা সফল করতে হলো।
জন্মের পরেই দিনগুলো মোর যায় যে যুদ্ধ করে
সুখটাকে তাই বিলিয়ে দিলাম আমি অকাতরে।
স্বপ্ন দেখা চোখগুলো মোর বিরামহীন রাত জাগে
জীবনটা এতো যুদ্ধময় হবে জানতাম না আগে।
একদিন হয়তো থেমে যাবে আমার কোলাহল
আপনজনের চোখ বেয়ে ঝরবে শুধু জল।
সেদিন আমি একা হবো সাথে কেউ থাকবেনা
পাপ পূন্যের হিসেব ছাড়া কিছুই চলবেনা।
বিধি তোমার কাছে আমার আকুল অনুতাপ
কুয়াশার জলের মতোই তুমি ঝরিয়ে দিও আমার সকল পাপ।