তোমার শহর
——————
এই শহরে আমি ধুলোর মতো ভেসে বেরিয়েছি
হেঁটে গেছি এমাথা ওমাথা
উপেক্ষিত, পরাজিত আর মাথা নিচু করে ।
তবু কেউ একদিন বলেছিল
“আপনি বসুন তো,
ভাত খান ।
সারাদিন এমন কেউ করে !
কাকের মতো ঘুরে কাঠফাটা রোদ্দুরে ।”
কোন এক মাঘের শীতের সন্ধ্যায়
বারান্দা থেকে দিয়েছে চাদর ছুড়ে
চেচিয়ে বলেছে
“এই যে শুনেন ,এটা নিয়ে যান
ঠান্ডা খুব বাহিরে ।”
তারপর গেল কতদিন!
কতদিন গেল ভেসে ।
অবশেষে ভাসমান
আমি জিতেছি এই শহর ,শান্ত করে ঢেউ ।
এখন আমি
স্বীকৃত,বিজয়ী আর মাথা উঁচু কেউ ।
জানো,তোমার দেয়া সেই চাদর টা আছে
আছে তো গোটা শহরটাই ,
রাস্তায় হাঁটতে বড্ড চোখ পোড়ায়
শহরটা আছে ,তুমি কোথাও নাই
তুমি কোথাও নাই ।।