সুপ্রভাত
--------------
ঘুম ভাংগা কোন সকালে
মুখের উপর ছড়ানো চুল সরিয়ে
সকালের বাতাস হয়ে
বলি তোমাকে সুপ্রভাত।
ব্যালকনির টবের ফুলে,
ফোঁটা নতুন গোলাপে
দিলাম তোমায় সুপ্রভাত।
নাস্তার সাজানো টেবিলে
ঘুমের আড়ভাংগা চায়ের উষ্ণতায়
জানাই সুপ্রভাত।
সকালে অফিসের রাস্তায়
এক মিষ্টি দমকা হাওয়ায়
এক লহমায় নাজুক করে দিয়ে
তোমাকে জানাই সুপ্রভাত।