সুখের অসুখ
------------------
সুখের-ও অনেকসময় অসুখ হয়
গভীর রাতে ঘুৃম না আসার মতোই,
সব পাওয়ার পরও না পাওয়ার কষ্ট হয়।
চারদিকে বিশাল জলরাশিতেও পিপাসা হয়
খোলা মাঠেও হাসফাঁস লাগে
চেনাজানাও সবকিছু অচেনা মনে হয়।
এত আনন্দ যজ্ঞের মাঝেও কষ্ট হয়
ভরা পূর্ণিমায় কেমন আঁধার নামে
কানায় কানায় পূর্ণ জীবনও শূণ্য মনে হয়।
আহারে জীবন।
শুভ্র সুন্দরে কলংকের মতো কালো আসে
ভালোবাসায় ডুবে ও কি আশায় সে ভাসে।
এমনিই হয়
অনেক সময়
সুখের-ও অসুখ হয়।