সব হাতই অপেক্ষা করে
---------------------------------
সব হাতই অপেক্ষা করে
আরেকটা হাতের জন্য
যেন সে হাত কেউ ধরে
কেউ যেন মনে করে
সে তো একদম একা নয়।
একটা হাতের অপেক্ষায়
অনেকটা যায় সময়।
তবে আমরা ধরি,
ভুল সময়ে ভুল হাত।
আমাদের আসে
রোজকার ভুল
আমাদের যায়
বিভ্রান্তির রাত।
সব হাতের হয়না পাওয়া
ঠিক হাতের উষ্ণ ছোঁয়া।।
তবুও সব হাত অপেক্ষা করে
আরেকটা হাতের জন্য
যেন সে হাত কেউ ধরে,
কেউ যেন এই জানে
তারও রয়েছে স্থান
কোন এক হৃদয় কোণে।