শূন্য -১
-----------------------------
আমার দু'হাতে শূন্য
বুকের ভেতর শূন্য
শূন্য আমার চারদিক ,
তুমি বল দেখি এত শূন্যে
কেমনে রই স্বাভাবিক।
আমি চারপাশ ফাঁকা
একদম একলা একা
বান্ধবহীন ঘেরা চারদিক,
এখন কি বলো এত একায়
আমি কেমনে রই স্বাভাবিক।
আমি মরে গেছি আগে
এক পূর্ণিমা মাঘে
মৃত আত্মাই প্রারম্ভিক,
তবে কিনা বল শরীরটাই ছিল
ভেবে ছিলে সব তো ছিল ঠিক।
সেই পুর্ণিমা মাঘে
জীবন গোলক শূন্যে পূর্ণ হলো
এক আহাজারি মৃত্যু সাঁতারি,
মোড় নিল এই দিক।
তাই বুঝি তাই এই না শুধাই
আমি কেমনে রই স্বাভাবিক।