শোন মেয়ে-৩
____________
যদি দুঃখ হয় মেয়ে
কষ্ট যদি পাও চেয়ে
ছেড়ে দাও না ওইটুকু,
ভাসাও আশার নৌকা
উজানে যাও বেয়ে।
শোন তুমি মেয়ে
বিষন্ন বিকেল
জেগে থাকা রাত
হিম শীতল স্পর্শ
সব, সব কিছু ভুলে থাকো
এক উষ্ণ হৃদয় চেয়ে।
আমি তোমার সোনালী বিকেল
ঘুমপাড়ানি রাত,
আমি তোমার হিম ভাঙানো
উষ্ণ সেই হাত।
নিঃসংগ তোমার মরু বুকে
সেই তৃপ্ত বৃষ্টিপাত।
তবুও কেন তুমি দুঃখী,
শোন,শোন মেয়ে
আমি রাখিনি কিছু
নিজের জন্য
শুধু তোমার মুখ চেয়ে।