সেই রোদ পড়া বিকাল
--------------------------------
সেই রোদ পড়া বিকাল
পান্থ পথের সিগন্যাল
হঠাৎ এক চেনা মুখের আদলে
তুমি যেন কুড়ি বছর পেছালে।
জীবন গিয়াছে কুড়ি বছর ঘুরে
বহতা সময়ের হাতছানি ধরে।
সেই মুখ সেই চিবুক সেই চুলে
ঢাকা চোখের তারায় আসিল ফিরে।
আসিল বিষাদ বিউগেলে
তোমার মুখের আদলে।
কতদিন রোদ পড়া বিকাল গেল
কত সিগন্যাল পার হলো
কোনদিন সময় হাঁটে নি পিছে
কোনদিন হয়নি মনে তুমি মিছে।
সেই রোদ পড়া বিকাল
পান্থ পথের সিগন্যাল
এক চেনা মুখের আদলে
বছর কুড়ি সময়ের বদলে।