সাধারন কেউ
-------------------
হয়তো আকাশ খুঁজতে গিয়ে
জানালায় চোখ পড়েছিল,
বন খুঁজতে গিয়ে খুঁজে পেলে
এক নিঃসঙ্গ গাছ।
সমুদ্র স্নানে যাবে বলে
দুম করে ঝাপিয়ে পড়লে পুকুর জলে,
তেমনি মুক্তি খুঁজতে গিয়ে
তুমি আমাকে পেলে।
আমি ছিলাম অসাধারণ সময়ে
খুঁজে পাওয়া সাধারণ কেউ,
যাকে বলে দেওয়া যায়
একদম কেউ না বলে
উড়িয়ে দেওয়া যায়
তুচ্ছ মাটির ধূলে।
(ছবি-প্রতিকী,সংগৃহীত)