প্রতিঘাত
—————
এইটুকু না দুঃখ দিলি
ভাবলি তাই হবো কাতর,
ভাঙবি আমায় এত সহজ
আমি তো জমাট পাথর।
এইটুকু না কাঁটা দিলি
ক্ষত হবে তাতে থুরি ,
এই বাতাসে নিভিয়ে দিবি
আমি সুপ্ত আগ্নেয় গিরি ।
একবার না হয় মারলি তুই
ফিরতি বার পাব তোরে,
সুদ আসল ফিরিয়ে দিব
পাই পাই টুকু হিসাব করে।
এই পাড়ে যদি বেঁচে যাস
ওপারেতে খাবি ধরা,
এই খানের হিসেব ধরবো
হেথা ,জেনে রাখ তুই মরা।