প্রিয় শৈশব
__________

আমার প্রিয় শৈশব চলেই গেছে
গেছে শীতের শিউলি ফুল
ঘুমঘুম দুপুরে ঘুঘুর ডাক,
এক টুকরা চিলাই নদী
বরষায় উন্মত্ত বেলাই বিল
রাজবাড়ী মাঠ,শশ্মান ঘাট।

এখনো মুখে লেগে আছে সুরমার
মোগলাই,
কে জানে ঐ স্বাদ আছে কি নাই।
সেই কবে  পার হয়ে গেছে বছর কু্ঁড়ি
তবুও মনে পড়ে
কবিরের দোকানে ভিউ কার্ড
রাখাল দার টিপটপ সেলুন
চা বাগানের রাস্তায় অযথাই  ঘোরাঘুরি।
ছায়ার মতো আসে লালু ডাক্তার আর
হোমিওপ্যাথি ঘরে পালকের ঝাড়
পালদের দোকানে দোকানীর ফুটবল ভুঁড়ি
মিছরি মসলা নিত্যপণ্য  পাহাড়।
রথের মেলা রথ খোলা, নাহ
এসব কিছুই এখন আমার কাছে নেই।

আমার আছে এক জাগ্রত চৌরঙ্গী
শৈশবে তাজা দেখা পরিণত বৃদ্ধ মুখ
অকালে যাওয়া প্রিয়  মানুষ কত
আর আছে
আমার শূন্য চোখ আর  স্মৃতিগন্ধ্যা বুক।
হে পরম,
একবার তুমি দাও যদি
বাক্স বন্দী করে নিব
শীতের শিউলি ফুল
ঘুম দুপুর ঘুঘুর ডাক
রথের মেলা রাজবাড়ী
বেলাই বিল,  শশ্মান ঘাট আর
এক টুকরা চিলাই নদী।