প্লাটফর্মে অপেক্ষা
----------------------------
প্লাটফর্মে ট্রেন ছাড়বে,
এটা শীতের শেষ ট্রেন।
আমি হুড়মুড় করে ঢুকে পড়ি।
আমি আমার পরিচিত কামড়া খুঁজি।
বাহ , এই তো সব চেনা মুখ।
মামা আছেন সেই ম্যারাডোনার মতো চুলে,
বললেন,"ভাগনে এত দেরী।"
মামার পেছনেই আমার চাচা।
বললেন, "বউমাকে নিয়ে বাসায় আসিস।"
আমার ছেলেও দেখি এক কোনায় অভিমানী চোখে
তাকিয়েই আছে।আমি হাসলাম।
দেখি বাবা ও আছেন,আমাকে বললেন "আমার কথা মনে হয়না!"
আমি বললাম,"কি যে বলেন বাবা।কেন মনে হবে না।"
সাদা চুলে নানু কে দেখি,আমাকে বললো," কি তামাশা বলতো!!"
হঠাৎ আবার হুইসেল বাজে।শীতের পাখি খঞ্জনা হুইসেল দিচ্ছে ট্রেন ছাড়বে এবার।
এবার ভীষন চেহারার এক ফেরেশতা এসে আমাকে বললেন,
"আপনি এখানে কেন?টিকেট কোথায়?"
বসন্ত বৌরি হুইসেল দিচ্ছে।
প্লাটফর্মে বসন্ত এসে গেছে।
ওরা চলে গেছে শীতের ট্রেনে
আমাকে নেয় নি জানেন,
শীতের ট্রেনে ওরা চলে গেছে
শুধু মৃতদের টিকেট নেই বলে আমাকে রেখে গেছে।
এখন প্রতি শীতে আমি প্লাটফর্মে থাকি ওদের অপেক্ষায়,
শীতের শেষ ট্রেনে ওরা আসে,আমায় ডাকে আয় আয়।।