পাখি আমার একলা পাখি
———————————
সোনার খাঁচা সোনার বাটি
নীল চোখ লাল ঝুটি ;  সুন্দর ।
কেউ জানে না ওই খবর
বুকের কোথায়  সুখের কবর ,
ওই যে  পাখি একলা খাঁচায়
অশ্রুহীন চোখে তাকায় ,
কেউ কি জানো পাখিটারে
আকাশ দেখতে তার কেমন পুড়ে ।
সংসার খাঁচায় কত বন্দী পাখি
হাসছে অবাক ,দুঃখ রাখি
কেউ জানে না ওই খবর
বুকের কোথায় সুখের কবর ।
সোনার খাঁচা সোনার বাটি
পাখি আমার একলা পাখি ।