অসময়ে আগমনী
-------------------------
অসময়ে  এক গহীন রাতে
অহনার মতো তুমি এলে,
আমার চোখ তখনো সয়ে ওঠে নি।
তোমার তেজ দীপ্তি, রূপ রশ্মি
সব মিলে দূর্দান্ত দামিনী।

এক অকাল বর্ষা রাতে
আমার দরজায় কড়াঘাতে
তোমার সাড়ম্বর আগমনী
দূয়ার খুলে তখনও না জানি
তুমি ফিরবে অভিমানী।

তোমার সেই নিঠুর  প্রস্থান
বার এক না ফেরানো গ্রীবা
পাহাড়সম  অহমের রাজনন্দিনী
কেন তবে ফিরতেই হলো
আমার  প্রাসাদে আজ  ভিখারিনী।