নভেম্বরে দেখা
______________
নভেম্বর দেখা হলে ভালো হয়
ছাতিম ফুলের সুরভী সন্ধায়
একটু না হয় বসাই যায়
বারান্দায়, দখিনা হিম হাওয়ায়।
না হয় একটু হাঁটাই হলো
এই ঘাস ভেজা কুয়াশায়,
এই সময় আসো দেই ডুব
এক যুগের পুরোনো দুঃখ বিলাসিতায়।
এসো না হয় হেথায়
রাতের ফাঁকা রাস্তায়
দুজনে হেঁটে টুকটুক,
অলব্ধ পরিণতির জন্য
আসো দুঃখ করি একবুক।
আসো একদিন না হয় পথে
ধোঁয়া ওঠা পিঠা,
মুড়ি মাখা মুঠে
তুমুল তৎপর মুখর একসাথে।
আসো বিকেল চায়ের আড্ডাতে
আমি তুমি দুজনাতে,
হোক কলরব যুদ্ধ হোক তোমাতে আমাতে।
নভেম্বরে দেখা হয়ই যদি
কেউ না হয় ভুল স্বীকার করেই নিব,
কত নভেম্বর কত বছর পরিধি।
কুয়াশা ভেজা ঘাসে এসেছে হলুদ রং
তবুও থাকে নভেম্বর
দেখা হওয়ার অপেক্ষা নিরবধি।