নির্বাসনে যাব
_____________
আমাকে দেখাও যদি
দুঃখ ভুলার শঙ্খ নদী,
অথবা যদি শুনতে পাই
জলের গানের ওই জাদিপাই।
কথা দিলাম নির্বাসনে যাব
ছেড়ে দিব এই শহর টাই।
কুরুক ফুলের মালা
ঝুমকো লতায় গলা,
তিতির পালক তুলে
নীলকান্ত খুঁজে চলে,
এমন জীবন হলে
তুমি যদি দাও বলে,
তবে তোমায় কথা দিলাম
নির্বাসনেই যাব
সব ,সবই যাব ভুলে।
দেখাও আমায় শঙ্খ নদী
জলের গানের জাদিপাই
সবুজ সেই পাহাড়টাই
তিতির নীলকন্ঠ দেখা পাই
ওই খানেই নির্বাসনে যাব
সাজিয়ে নিব জীবনটাই ।