মৃত মাছের উপকূল
---------------------------

কেউ নেই  প্রতিবাদে
কেউ নেই বিদ্রোহে
কেউ নেই রাজপথে
নেই কোন  মুষ্ঠিবদ্ধ হাত।
নেই কোন উদ্ধত শক্ত চোয়াল,
মিনমিনে মেনী মাছের মতই
আমরা
মেনে চলি সকল রাঘব বোয়াল।

সকলেই  স্রোতের অনুকূলে,
আজ  দলবেঁধে ভাসি জলে।
জেনে নাও তোমরা
স্রোতের অনুকূলেই থাকে শুধু মৃত মাছেরা।
সুতরাং সকলেই মৃত তোমরা
আমি বা তুমি কিংবা  আমরা।
তুমি, তোমরা যাই বলো
যতোই  বলো ভুল
এই দেশ এখন
শুধু  মৃত মাছের উপকূল।