কেউ ভালো নেই
------------------------
গল্পের ছলে সত্যি বলি
আমি ভালো নেই।
গল্পের ফাঁকে হেসে ফেলি
তুমিও ভালো নেই।
গল্প শেষে বিষাদ বাঁশি
কেউ ভালো নেই।
ভালো থাকার অপূর্ব ছবি
আমি ভালো নেই।
সুখের ছবি দেয়ালিকায়
তুমি ও ভালো নেই।
ছবির ফ্রেমে নিচে লেখা
কেউ ভালো নেই।
বাগান ভরা ফোঁটা ফুলে
আমি ভালো নেই।
তোমার চাষে বিষাদ ফলে
তুমি ও ভালো নেই।
এপিটাফে তাই রেখো লিখে
কেউ ভালো নেই।