কেউ ছিল একা
———————
শুনেছি কার্তিকের ভোরে
শেষ রাতের শিশিরের মতো
নিশ্চুপে গেছে ঝরে,
বড্ড রুক্ষ এই জনপদ ছেড়ে
চলে গেলো সে
নামহীন গোত্রহীন
কী অন্তিম অভিমান ভরে ।
আসছে শীতে ছাতিমের ঘ্রাণে সে তো আর হাঁটবে না
তোমাদের কাছে ভালোবাসা খুঁজবে না ।
শুধু ছাতিমের ফুলে শিশিরে
যখন ভালোবাসা জমবে অকাতরে,
তখন না হয় জানলে
কেউ ছিলো একা ,কেউ ছিলো অনাদরে ।