কেন এভাবে দিলে
_______________

এত যে দিলে প্রভু
কেন এভাবে দিলে,
বেশুমার মাংস দিয়ে প্রভু
দাঁত যে নিলে তুলে।

এত মায়া এত কিছু তবু
সময় তো কম দিলে,
এক সমুদ্র পিয়াস দিয়ে
ছোট পেয়ালা দিলে তুলে।

এত আশা দিলে প্রভু
সব যে আসেনি মিলে,
এত যে দিলে প্রভু
কেন এভাবে দিলে।

এত যে দিলে প্রভু
কেন এভাবে দিলে,
মায়া ছাড়িয়ে নিবেই যদি
এত মায়া কেন দিলে।

মাথা ছড়ানো চুলের যৌবনে
বিজ্ঞ কাঁকন কোথায়  মিলে,
চুলহীন মাথা হলো যখন
অভিজ্ঞতার কাঁকন দিলে।
এত যে দিলে প্রভু
কেন এভাবে দিলে।