কেমন আছি?
আছি তো জলের হাঁস হয়ে,
সারাদিন জলে ডুবে
জলের ছোঁয়ায় জলহীন রয়ে ।
আমি যে ডুবে আছি।
সংসার সাগরে ডুবে আছি
ঘরের চৌকাঠ পেরিয়ে
যে হৃদয় পালায়
বিবাগী সেই হৃদয় নিয়েই আছি।
রাতের শেষ প্রহরে যে চোখে ঘুম আসে না
সেই চোখ নিয়েই আছি।
কি এক পিপাসায় শুকনো বুক
মরুর মতো আগলে আছি।
তোমারে বাসিবার ঘৃনার মন নিয়ে
কলঙ্কিত হয়ে আছি।
ঠিকানায় থেকেও
ভবঘুরে আমি।
সহজ ছুয়ে যাওয়া আমি
চোখের নাগাল ছেড়ে আছি।
হ্যাঁ, আমি এমন ই আছি
ভবঘুরে এক মন নিয়ে
সংসারের জলে ডুবে আছি।
জলের হাঁস হয়ে জলহীন হয়ে।