কাজল চোখের মেয়ে
———————————
এই যে কাজল চোখের মেয়ে
যাবে তুমি, এই তরী বেয়ে ?
ওপারে আমার ভাঙা ঘর,
রাখব তোমায় হৃদ পালঙ্ক পর ।
যাবে তুমি, আমার দিকে চেয়ে
এই যে কাজল চোখের মেয়ে ?
মেয়ে:
সাধ যে আমার সোনার নূপুর
দীঘল বাড়ি বিরাট পুকুর।
আমি:
আমার তো নেই অতো
তবে হিসেব পাবে না
ভালোবাসব কতো।
দিব তোমায় লতার ফুল
ভালোবাসার নদীর কূল।
মেয়ে:
আমি যে এক জন্ম অলস
আমার কাঁখে দুঃখ কলস,
আমার ওপর চোখ পড়িলে
দুঃখ আছে সাধ কপালে।
এখন:
আজও নেই সোনার নূপুর
কাঁখের কলসে কোথায় দুখ,
ভাঙা ঘরে আজ চাঁদের আলো
কেটে গেলো মোদের এক যুগ।