উটের পিঠে জীবন
-----------------------------
ভাড়া করা এ জীবন
আমার নয় এ
প্রতিদিন ঘর হীন ঘর
আপন নয় সে।

চোখ বন্ধ করে থাকি
ঘুম না আসে।
আশায় আশায় রাত কাটাই
স্বপ্ন না ভাসে।

ভাড়া করা এ জীবন
আমার নয় এ,
সদাই সদ্য চলনে
থামবে কি আশ্বাসে।

আকাশে উড়াই সাধ
সাধ্য হয় না
ফানুসে আশায় খানিক
বাতাস বহে না।

ভাড়া করা এ জীবন
আমার নয় এ
চলছে এক উটের পিঠে
অন্য মানুষে।