আমি ছুঁয়ে  গেছি তোমার চোখের পাপড়ি, শাড়ির আঁচল
তোমার সুগন্ধী নিয়ে কেটে গেছে কত দিন পুরো বেলা
আমি  জানি কেমন হয় তোমার চুলের বহর,
কেমন সেথায় ঢেউয়ের খেলা ,
তবুও আমি তোমায় বলিনি তুমি আমার সেই প্রিয়
তুমি আমার আনন্দ মেলা।

আমি দেখেছি তোমার হাতের চুড়ি
অনামিকায় আঁটসাঁট অঙ্গুরী
তোমার নাকফুল
কেমন দেখায় নাকে ,জানি
তোমার মুখের টুকিটাকি সারা
তবুও কোনদিন রাখিনি তোমার চোখে
আমার চোখের তারা।

যতনে রেখেছি তোমার বাঁকা চাহনি
হাসির শব্দে জলের গান
সুরটুকু তার রইলো তোলা
রইলো অকারণ অভিমান।

ছুঁয়ে গেছি তোমার শাড়ীর আঁচল
দেখেছি কালো চুলের ঢেউ,
না হয় ধরিনি তোমার হাত
না হয় রাখিনি চোখে চোখ,
কী জানো তুমি কীই বা
হিসেব করে রাখো মাপজোখ
জানলে কী কিছু আদৌ
কিছু না ছুঁয়ে  হৃদয় ছুঁয়েছিল কেউ ।