হেমন্ত বিলাস
___________
সকালের নরম রোদে কেমন সুখী এক আবহ আজকাল,
দুপুরেও  ভীষণ ঘর টানা হয়ে গেছে এই  মন।
বিকেল কেমন রহস্য রাশি
আগাম শীতের ফিসফিস হাসি শুনি এখন।

কার্তিকের এই সময়ে আমি তোমাকেও ক্ষমা করে দেই।
শুধু এই সময়
আমি কবোষ্ণ  চঞ্চল বাতাসে জুড়িয়ে
নেই আমার পুড়ে যাওয়া হৃদয়,
এই কার্তিক এই হেমন্ত ঋতু
আমি তো আমার করে নিয়েছি এইটুকু সময়।
কার্তিকের নবান্নের সুবাস নিয়ে যাক
আমার কাননের বাসি বায়ু,
হেমন্তে  আমার আত্নায় আসুক পরমায়ু।

শুধু এক-একটা হেমন্তের জন্য
সারা ঋতু মাস আমার হৃদয় পুড়েছে,
যেন কোন কার্তিকের বিকেলে তোমার
অপলক চোখে চোখ রেখে বলতে পারি
তুমি না হয় ভালো থেকো
পুড়ে দেওয়া এই
জীবন তো গেলো চলে বছর কুড়ি
অতলান্তিক বিষাদ উপহার দিয়েও
তবুও তুমি মনে রেখো
তবু ও তুমি   ভালো থেকো।