ঘাস ফুল
————
জানো -
“আমি ঘাস ফুল
জন্ম আমার ঘাসের কূলে ,
এই মাটিতে এই ঘাসে
মাথা রেখেছি তুলে ।”

এও জানি —
মেঘ বালিকা আজ তুমি
ওই আকাশে উড়ে ।
একদিন তো  বৃষ্টি হবে ,
নামবে তুমি ঘাসের বুকে
নীল অহঙ্কার ভুলে ।