ফাউন্ডেশন ট্রেইনিং
_________________
সকালে ঢুলে ঢুলে দলে হাঁটি
শরীর একিয়ে বেঁকিয়ে পিটি।
নাস্তা সেরে যেই না ক্লাসে
কেমন একটা ঘুম চলে আসে।
আধা ঝিমাই আধা শুনি
পেছনে চলে দুষ্টু কানাকানি।
এই নচ্ছার গুলার জন্য একটু
আরামে চোখ বুঝব তা নেই ঘটে
পকাত করে মোবাইলে ছবি তুলে হাসে।
যত্তসব ইতর ফাজিল ইলিশ ফুলিশ
ইছছে হয় ডেকে আনি নীলখেতের পুলিশ।
তা যা হোক, ডাইনিংটা বেশ জবরদস্ত ভারি
পেললাই খাবার বেলা পাঁচ সারি সারি।
ভেবেছি কবজি ডুবিয়ে গিলিবো গোগ্রাস
তা আর হলো কই, জুটেছে চামচের হাসফাস।
ভূড়িতে ভোজন পানীয় জমে আইঢাই
হাসফাস হয়ে উঠি, চেপে আসে গলার টাই।
এলাতে এলাতে বিকেল বেলাতে
ডাক আসে নাম আসে কত খেলাতেম।
খেলায় ভাবছো তোমাদের এমনি ছারুম
কিলিয়ে ঢিলিয়ে বাঘসিংগি মারুম।
যাক বাবা অবশেষে সন্ধা আসে
এবার যদি একটু দেয় ক্ষেমা
ফুলস্টপ না পেলেও একখান কমা।
রাত আসে হিম আসে আসে নতুন দিন
সম্পর্কের হালখাতার হিসেব ভারী হয়
বাড়ে গোটা চল্লিশ জনের ঋণ।
(শিরোনামের জন্য ডা.বিথি আপার প্রতি কৃতজ্ঞতা)