ফেরা-২
——-

এক শীতের সকাল
মেঠো পথ ঢেকেছে
কুয়াশা মাখা খড়ে,
কোথায় ডাকছে তিলা ঘুঘু
ডাকছে অকাতরে ।
ঠোঁট উপর ঠোঁট রেখে
আলিঙ্গন কম্পিত কোমরে
অনায়াসে আমায় জড়িয়ে
তুমি বলেছিলে,
“থেকো ,অপেক্ষা করে,
“আমি আবার আসবো ফিরে ।”

এরপর ?
এরপর ,
খুন হলো যে কত বিকেল
নির্ঘুম দীর্ঘ গেল কত রাত ।
তবু ও জানত ওই বট পুকুর
এই উঠানে বাজবে নূপুর ,
এই দরজায় নাড়বে কড়া
তোমার শঙ্খ সাদা হাত ।

আরও যে গেল বছর কুড়ি
একে একে  সব কাছের মানুষ ।
বাড়ির বড়ইয়ের ঝাড় শুকালো
মরে গেল বাথানের জোড়া তাল গাছ।
চুলে লাগলো শরতের মেঘ সাদা
আরও মোটা হলো চশমার কাঁচ ।

অবশেষে
অবশেষে ফিরলে তুমি এক শীতে
সেই তুমি ,আহ! শান্তি পেল বুক ।
ইশ,ওরা যে তোমায় দিল না সময়
শুধু একটু  দেখাল আমার মুখ ।
তবুও ভালো
তোমার ফেরা হলো
আবার দেখা হলো ।
এই দেখার অপেক্ষায়
দাফনের আগে গেছে আমার তিন যুগ ।