একদিন আমি
———————
একদিন উড়ে যাবো
একদম পাখা মেলা পাখির মতো
অবাধ ইচ্ছেমতো ঘুরে যাবো
তোমার ওই মনের আকাশ ।
একদিন তোমার ওই
তা ধিন ধিন ছুটে চলা
পায়ে সোনার নূপুর গড়িয়ে দেবো
নিক্কণ নিক্কণে যেন বাজে বাতাস ।
একদিন আমি তোমায় ছুঁয়েই দিব
অশান্ত এক কপোতিরে
আমি আদরে পোষ মানাব
বলব এই পাখি আমায় একটু ভালবাস।