একটা নদী খুঁজি
----------------------
অনেকদিন ধরে একটা নদী খুঁজছি
যার শীতল জলে দিব ডুব।
এমন একটা নদী যার তীর
প্রকান্ড ছায়া সুনিবিড়।
তীরে পাটি পেতে গাছের নিচে
কাটিয়ে দিব অনন্ত সময়।
এমন নদীর অপেক্ষায় আছি
যার আঁজলা জলে মিটবে আকন্ঠ পিপাসা।
কাকচক্ষু জলের নদী সে
আমার উষ্ণ চোখ শীতল করা নেশা।
যার বুকে পানকৌড়ি ভাসে
হাঁসেদের দল নিবিষ্ট ধ্যানী বক
পানির মাছ জলজ পানার পাশে।
এমন একটা নদী আমি খুঁজি।
যার তীরে অষ্টপ্রহর কাটিয়েই
তোমাকে ভুলে যাব একেবারেই।
এমন নদী আমি খুঁজি যাতে
আমি ঢেলে দেব আমার বিনিয়োগ
তোমাকে ভুলতে আমার শেষ পুঁজি।
এক গভীর জলের নদী খুঁজি
তোমার অসহ্য অস্তিত্ব কে বিসর্জন দিব,
দিব সলিল সমাধি।
তোমারে ভাসিয়ে ডুবিয়ে বিনাশ করা
এক ভরাট যৌবনের নদী।